জিইয়ে রাখ তেজ
নাসির হায়দার
পাছে লোকে তোমায় নিয়ে ভাববে অনেক কিছু,
তাই বলে কি থমকে যাবে?করবে মাথা নিচু?
ভাবছে ওরা এমনি করে ধরলে তোমার লেজ,
খুব সহসা মিলিয়ে যাবে তোমার চাপা তেজ।
'তেজ' হারালে সব হারাবে, সবার ওটা জানা,
'তেজ'টাকে তাই জিইয়ে রাখ,ওটা হারা মানা।
তেজ হারিয়ে আজকে ওরা নপুংসকের দলে,
মিলিয়ে গেছে সেই যে কোথা!গভীর রসা-তলে!
করুক যত ফন্দি ফিকির! মিথ্যে ওদের সব,
নিজের ঢোল নিজে পেটাই,ফাঁকা কলরব।
খবর পাবে, ফাঁস হয়েছে ওদের যত চাল,
উপড়ে গেছে সকল শিকড়, ভেঙ্গে যাবে ডাল।
ওদের নিয়ে ভাবতে গেলে তুমিও যাবে হেরে,
কষ্ট গুলে পড়বে জমা তোমার হিসেব জেরে।
ওদের চোখের রক্ত দিয়ে তোমার স্বপন আঁক,
বিজয় নিশান হাতে নিয়ে সামনেই তুমি থাক।
স্বল্পায়ু রাতের আঁধার,অল্পে যাবে কেটে,
মিথ্যা দিয়ে তৈরী দুই চোখ আপনি যাবে ফেটে।
তোমার বেগে তুমি চলো, সব ভুলে যাও সব,
কি লাগে আর?সংগে তোমার আছেন স্বয়ং রব।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.