জীবনে শিক্ষা
রাকিবুল হাসান
ঐ নদী আমায় শিখিয়েছে
বিপদেও সম্মুখে চলতে,
আকাশ আমায় শিখিয়েছে
উদার মনের মানুষ হতে।
ঐ পাখি আমায় শিখিয়েছে
স্বাধীন ভাবে পথ চলতে,
পতাকা আমায় শিখিয়েছে
মাথা উচ্চ করে দাড়াতে।
ঐ ফুল আমায় শিখিয়েছে
উজার করে গন্ধ বিলাতে,
জীবন আমায় শিখিয়েছে
অপরের কষ্টে ভাগ নিতে।
ঐ মাঠ আমায় শিখিয়েছে
বিশাল মনের মানুষ হতে,
মানচিত্র আমায় শিখিয়েছে
মায়ের মমত্ত্ব মূল্য দিতে।
ঐ পাতা আমায় শিখিয়েছে
সতেজ থাকার মূলমন্ত্র,
গাছপালা আমায় শিখিয়েছে
মানব কল্যাণ অবিরত।
ঐ ঘড়ি আমায় শিখিয়েছে
সময়ের কাজ সময়ে করতে,
হাসপাতাল আমায় শিখিয়েছে
সুস্থতার শুকরিয়া করতে।
ঐ চাঁদ আমায় শিখিয়েছে
জ্ঞান হীনে প্রদীপ জ্বালাতে,
দুঃখ আমায় শিখিয়েছে
কষ্ট গুলোকে হাসি বানাতে।
ঐ ভুল আমায় শিখিয়েছে
সঠিক সিদ্ধান্ত নিতে,
অনিশ্চিয়তা শিখিয়েছে
নিশ্চয়তার সন্ধান পেতে।
ঐ রাত আমায় শিখিয়েছে
আলো আধার বিচার করতে,
ব্যর্থতা আমায় শিখিয়েছে
সফলতা অর্জন করতে।
ঐ চোখ আমায় শিখিয়েছে
গাছতলার মানষ বুঝতে,
বিবেক আমায় শিখিয়েছে
ভালো মন্দ বিচার করতে।
ঐ বোবা আমায় শিখিয়েছে
হক হালালের কথা বলতে,
অন্ধ আমায় শিখিয়েছে
সত্য ন্যায়ের পথ খুজতে।
ঐ গুরু আমায় শিখিয়েছে
দেশপ্রেমও চরিত্রবান হতে,
পাঠশালা আমায় শিখিয়েছে
গুরু জনে মাথা নত করতে।
ঐ মাতা আমায় শিখিয়েছে
সত্যের পথে কথা বলতে,
দূর্ঘটনা আমায় শিখিয়েছে
সড়ক আইন মনে চলতে।
ঐ ঘৃণা আমায় শিখিয়েছে
আপন করে ভালোবাসতে,
কলম আমায় শিখিয়েছে
মিথ্যায় আপোষ না করতে।
ঐ ফুল আমায় শিখিয়েছে
মানবের প্রেম জন্মাতে,
রাস্তা আমায় শিখিয়েছে
চোখ কান খোলা রেখে চলতে।
কবি-পরিচিতিঃ
(কবি রাকিবুল হাসান, তিনি ১৯৮৯ সালের ১৮ই এপ্রিল, হিমালয় কন্যা পঞ্চগড় জেলার চাকলহাট ইউনিয়ন এর দামেড়াদিঘী গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মোঃ সোলায়মান আলী, মাতার নাম ইসমত আরা, কবি চার ভাইয়ের মধ্যে দ্বিতীয়। কবি রংপুর কারমাইকেল কলেজ থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি শেষে, বর্তমানে জেলার কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে শিক্ষকতা পেশায় কর্মরত। কবির বাংলা সাহিত্য, কবিতা ও উপন্যাস যেন ছোট বেলা থেকে আত্মার খাদ্য। তিনি ছোটবেলা থেকেই ছিলেন সাহিত্য অনুরাগী। তিনি যৌথ কাব্যগ্রন্থ "উদিয়মান কবির কাব্য গ্রন্থ", প্রিয় কাব্য " শতকাব্য-১" চৌষট্টি জেলার কবির কবিতা, মা জননী, হাজার কবির হাজার কবিতা কাব্যগ্রন্থ সহ বেশ কিছু কাব্যগ্রন্থে কবিতা লিখেছেন। কবির উল্লেখযোগ্য কবিতা - 'মা জননী' কলম, এখনি সময়, নয়কো বিভেদ, রুপসী বাংলা, হে শিক্ষাগুরু, তরুণের পরিনতি, বর্ষায় প্রকৃতি, আহত শালিক ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.