জীবন্ত লাশ
মোঃ ইমরান হোসাইন
ওদের নিয়ে লিখনো না কাব্য
ওরা এক একটা দূর্গন্ধহীন লাশ।
ওরা বোঝে না কোনো কাব্য
ওরা তাই এত করুণা ধারক।
ওরা ভ্যাগের করুন পরিহাসে
ওরা ফেলে বুকভাঙা দীর্ঘশ্বাস।
আর নতুনত্বের দীর্ঘ সুগন্ধে
তোমারা ফেলো স্বস্তির নিঃশ্বাস।
ওরা রোজ তন্দ্রাহীনতায় ভোগে
আর স্বপ্ন বিহনে হৃদয় পুড়ে।
ওরা লাশ, ওরা দূর্গন্ধহীন লাশ
ওরা এক একটা জীবন্ত লাশ।
ওই দূর্গন্ধহীন লাশ গুলো যখন
মানবতা মানবতা চিৎকার করে
রাজপথে তুবড়ি খেয়ে পরে।
কবিরা তখন ঠান্ডা রুমে বসে
কাব্য বিশ্লেষণ করতে ব্যস্ত থাকে।
ওরা একদিন জেগে ওঠবে
সবার নাকে যাবে লাশের গন্ধ।
ওই জীবন্ত লাশ গুলো সেদিন
ধরণীর বুকে ছড়াবে সুগন্ধ।।
কবি পরিচিতিঃ মোঃ ইমরান হোসাইনের জন্ম ১৩ই আগষ্ট ২০০৩ সালে নেত্রকোনা জেলার সদর উপজেলায় বড়ওয়ারীর গ্রামের এক মুসলিম সম্রান্ত পরিবারে। পিতা মোঃ শাহজাহান ও মাতা মোছাঃ আসমা আক্তার। গ্রামের স্কুল কিছু দিন পড়ার পর ভর্তি হন নেত্রকোনার ঐতিহ্যবাহী জামিয়া মিফতাহুলুম মাদ্রাসায় পরে আবার বড়ওয়াড়ী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০২০ সালে এসএসসি তারপর চন্দ্রনাথ ডিগ্রি কলেজ ঘুরে ভর্তি হন বিজিআইএফটি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিতে তে। সেখানেই বর্তমানে টেক্সটাইল ইন্জিনিয়ারিং এ অধ্যয়নরত আছেন। ছোট থেকেই লেখালেখি ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। তার এই পর্যন্ত দুই যৌথ কাব্য গ্রন্থ প্রকাশ পেয়েছে এবং বিভিন্ন সাপ্তাহিক মাসিক পত্রিকায় তার লেখা প্রকাশ হয়।আর স্বীকৃতি স্বরূপ পেয়েছেন Sheikh Mujib Literature Award 2023, The National poity award, "ক "সাহিত্য প্রকাশনী, সময়ের সুর সাহিত্য প্রকাশন সম্মাননা সহ বেশ কিছু সম্মাননা।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.