জ্যৈষ্ঠ মাস
মুহিববুল্লাহ্ আল মাহমুদ
বছর ঘুরে জ্যৈষ্ঠ মাস ফের
আবার এলো,
মধুর মাসে কত ফল যে
মিলে গেল।
পুষ্টিকর ফল খেতে হবে
মজা করে,
মিষ্টি সুবাস পৌঁছে যাবে
সবার ঘরে।
গ্রীষ্মকালীন ছুটি হবে
কদিন পরে,
সেই খুশিতে মনটা আমার
কেমন করে।
মামার বাড়ি ফলফলাদি
করে খেলা,
মিষ্টি স্বাদের পাকা ফলের
হরেক মেলা।
শিক্ষার্থী : আল জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামিয়া মাদ্রাসা।
আগৈলঝাড়া, বরিশাল।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.