ঠিকানা
কলমে ফাহিয়া হক ইন্নি
ঠিকানাটা একই আছে ।
এখনো জোৎস্না রাতে চাঁদের আলো ঘরে আসে,
শিউলি গাছের ডালে সুখ পাখিটা রোজ বসে।
পাশের বাড়ির ছোট্ট মেয়েটির আজ বিয়ে,
জানতে চায় লোকে
কেন আছি এখনো চিরকুমারী হয়ে?
আমারো হয়েছিলো বিয়ে,
বলিনি লোকলজ্জার ভয়ে।
তা যে হয় নি কোনো দলিল দিয়ে,
হয়েছিলো দুটি মন নিয়ে।
যাইহোক এই ইতিহাস না আনি আর
খুঁজেছি তোমায় বহুবার ,
এখনো আছি তোমার অপেক্ষায়।
খুঁজে নিও আমায় যদি মন চায়,
আমাকে পাবে সেই আগের ঠিকানায়।
আরো পড়ুনঃ বাবাকে নিয়ে ১০১ টি স্ট্যাটাস |
কবি পরিচিতিঃ কবি ফাহিয়া হক ইন্নি, ২০০৬ সালের ১৫ই অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর মাতা রাবেয়া খাতুন এবং পিতা মো.তুহিন। তিনি হাজী শরিয়ত উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন এবং বর্তমানে তিনি আজিমপুর গভমেন্ট গার্লস্ স্কুল এ্যন্ড কলেজে পড়াশোনা করছেন। তিনি পড়াশোনা পাশাপাশি অবসর সময়ে কবিতা পড়তে ও লেখতে পছন্দ করেন। তাছাড়া, রোমান্টিক কবি হিসেবেই পরিচিত।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.