তরবারি
মাহিম শাহরিয়ার হামিম
লিখতে প্রচুর কষ্ট হয়
লিখতে সময় নষ্ট হয়
অবসরের মাঝে তাও
মনটা আমার ব্যাস্ত রয়
লিখতে অনেক শিখতে হয়
শব্দ মালা ছন্দ লয়
দুঃখ সুখের স্বপ্ন গুলো
শুভ্র খাতায় আঁকতে হয়
লিখতে অনেক দেখতে হয়
অজানা কে জানতে হয়
মনের ভিতর জমে থাকা
কথা গুলো বলতে হয়
লিখতে অটল থাকতে হয়
আসুক যত বিপদ ভয়
কলম নামের তরবারিতে
খাটতে সকল বিপর্যয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.