তুমি আমি
আসিফ মাহামুদ
অপেক্ষার প্রহরে প্রেমের
ফেরিতে প্রভাত যখন।
অন্তরের সব প্রেম
হলো যে অভিস্রবণ।
নিঃসরণ হয়ে উড়ে যাক
ছড়িয়ে ব্যাপন ।
অপেক্ষার আক্ষেপে তুমি!
প্রেমের প্রণয়ে শুধু তুমি আর আমি
হুরের হরণ।
সব উড়ে যাক!
নিভে যাক জঞ্জাল দূষণ।
পেয়ে যায় দেখে যায়
ভুবনে মৃদুমন্দ নয়নে প্রেমের আসন।
তুমি আমি দ্রবণে দহনে দৈব আয়ন।
শুধু তুমি আমি তুমি আমি।
বাকি সব শূন্য চুপ চুপসে
ঢেউয়ের সাগরে নিবির গগন।
কবি পরিচিতিঃ তরুণ কবি ও চিন্তক আসিফ মাহামুদ কবিতা লিখতে ও দর্শন চর্চা করতে পছন্দ করে। এই তরুণ কবি দেশ ভাবনা ও পরিচ্ছন্ন চিন্তাশীলদের নিয়ে সভ্য সমাজ ও বসবাসযোগ্য দেশ গড়ার স্বপ্ন দেখে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.