তুমি যদি আমার
আমিনুল ইসলাম সৈকত
তুমি আমার ফুল হলে
আমি হবো যে ফল,
কাঁদলে তুমি এক নিমিষে
শুষে নেবো সে জল।
তুমি যখনি দাড়ি হও
আমি হবো কমা,
আমার সাথে সর্ব ভুল
করে দেবো ক্ষমা।
তুমি আমার চন্দ্র হলে
আমি হবো রবি,
তোমার যত অসংগতি
বিতাড়িবো সবি।
তুমি যদি নদীও হও
আমি হবো সাগর,
হব আরও কানন জ্যোতি
তোমার মনের আগর।
তুমি কভু লায়লী হলে
আমি সাজবো মজনু,
প্রেম বাগানের মালি হয়ে
হবো তোমার স্বজনু।
তুমি আমার জবা হলে
আমি যে হবো জুই,
বিভেদ ভুলে সুভাস মেখে
চলো হে স্বপ্ন ছুঁই।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.