চিঠি:- "সবুজ খামের চিঠি"
তোমার অপেক্ষায় থাকা অজানা এক পাখি নারগিস খাতুন
হে প্রিয়, কেমন আছো, সালাম নিয়েও আমার। রাত জাগা নিশাচর পাখির মতো জেগে থাকি রোজ, তোমার আসার অপেক্ষায়। তোমায় ভালোবাসি সেটা তুমি বুঝেছিলে, বুঝে আমাকে একা ডেকে বললো যদি সবার সামনে ভালোবাসার কথা বলতে পারো তাহলে তুমি আমাকে ভালবাসবে। আমি তোমায় ভালোবেসে ঠিক ভুলের বিচার না করেই সবার সামনে বলেছিলাম, ভালোবাসি তোমায় প্রিয়। তুমি আমাকে সবার সামনে অপমানিত করলে। বললে সবাই বলে ভালোবাসার মানুষের জন্য যুগের পর যুগ অপেক্ষা করতে পারে আর তুমি যদি আমার জন্য এক যুগ বলবো না সাত বছর অপেক্ষা করতে পারবে। আজকের তারিখটা সবার সামনে জায়গাতে খোদাই করে রেখে দিলাম। 25/02/2016 আজ থেকে সাত বছর পর এই সাত বছরে আমার সাথে কোনো রকম কথা না বলে, দেখা না করেই , তুমি অন্য কাওকে ভালোবাসার চাদরে জড়িয়ে না নাও তাহলে কথা দিছি আমি তোমাকে সাত বছর পর ঠিক এই জায়গাতে আমাদের বিয়ে হবে।
আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য অপেক্ষা করবো তোমার কথা মতো সাত বছর অপেক্ষা করবো। হয়তো এই সাত বছর খুব কষ্ট হবে তবুও অপেক্ষা করবো তোমার জন্য।
সাত বছর পর 25/02/2023
আজ সাত বছর হয়ে গেলো আমি আমার কথা রেখেছি কিন্তু কয় তুমি তো তোমার কথা রাখোনি। তুমি তোমার ভালোবাসার চাদরে অন্য একজন কে নিয়ে ঠিক হারিয়ে গিয়েছি ভালোবাসার শহরে। আমি বুকে পাথর করে অপেক্ষা করেছি তোমার জন্য।
অন্য কাওকে ভালোবাসার চাদরে জড়ায়নি, বাবা মায়ের কাছে অনেক কথা শুনতে হয়েছে বিয়ে কেনো করছিস না বলে, প্রতিবেশী হাজারো কথা বয়স হতে চললো তাও বিয়ে হচ্ছেনা, কেও কেও তো বলতে থাকে মেয়েটির হয়তো সভাব চরিত্র খারাপ তাই কেও বিয়ে করছেনা, ইত্যাদি কথা শুনেও, তোমার কথায় মনে করেই প্রতিবেশীর সাথে কোনো প্রতিবাদ না করে শুধু তোমার একটা ছবি আমার কাছে ছিল সেটা দেখতাম রোজ। এই ভাবে দিন পার হয়ে যায়। আজ সাত বছর পর কয় ভালোবাসা চাদরে জড়িয়ে নিলেনা আমাকে। হয়তো তোমার স্মৃতির জগতে অজানা একজন হয়ে পড়েছি।
তোমাকে কি দোষ দেবো হয়তো তোমার ভাগ্য ছিলাম না আমি। সাত বছর পর শুনলাম তুমি বিয়ে করেছো। তাই এই চিঠিটা লিখলাম।
ভালো থেকো প্রিয় আমি না হয় তোমার শেষ কথাটুকু নিয়ে জীবন পর করে দেবো।
ইতি
তোমার অপেক্ষায় থাকা
অজানা এক পাখি
মুর্শিদাবাদ ভারতবর্ষ
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.