তোমার পাগল প্রেমিকা
আমার সালাম ও ভালোবাসা নিও প্রিয়। কেমন আছো ইচ্ছা হলে জানিও তোমার অপেক্ষায় থাকা আমি এক পাগল প্রেমিকা। মনে পড়ে তোমার ভালোবাসা মনে কি আমি জানতাম না, ভালোবাসা বলতে আমার বই ছাড়া আর কিছুই ছিলনা। আমরা একি টিউশনে পড়তাম তুমি আমাকে কথার মাধ্যমে শিখিয়ে দিলে ভালোবাসা কাকে বলে, কি ভাবে ভালোবাসতে হয়। তোমার ভালোবাসার প্রস্তাব আমাকে দিয়েছিল। আমি ভালোবাসা কি না বোঝাই তোমার ভালোবাসা গ্রহণ করিনি। ধীরে ধীরে তোমার শেখানো ভালোবাসা দিয়ে আমিও মন উজাড় করে ভালোবেসে ফেললাম তোমায়। তুমি চলে গেলে বহু দূরে কাজের উদ্দেশে, আমি তোমার আসার অপেক্ষা করতে লাগলাম, পড়াশোনা জন্য আপনাকেও যেতে হলো হোস্টেল। হোস্টেলে থেকেও তোমার কথা মনে করতাম, লুকিয়ে তোমার ছবি তুলেছিলাম। সে ছবি দেখতাম। কখনো নম্বর নেওয়ার সাহস হয়নি।
বাড়ি এসে শুনলাম তুমি বিয়ে করেছ অন্য এক মেয়েকে ভালোবেসে। চোখের অশ্রু সমুদ্রে ভরে গেলো তবুও তুমি বুঝলেনা আমার ভালোবাসা। কেমন প্রেমিক যে চোখের ভাষা তুমি বুঝলেনা আর আমি বা কেমন প্রেমিকা যে তোমাকে ভালোবাসার অপেক্ষায় রয়ে আছি মাসের পর মাস। তাই তোমার বিয়ের কথা শুনে তোমায় চিঠি লিখলাম। আমি চলে গেলাম না ফেরার দেশে, বিদায় জানায় তোমায় ভালো থেকো।
ইতি
তোমার পাগল প্রেমিকা
নারগিস খাতুন
মুর্শিদাবাদ ভারতবর্ষ
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.