দুঃখিনী বর্ণমালা
মোঃ আসাদুজ্জামান (বর্ণচাষী)
পীথাগোরাসের উপপাদ্যের জীবন নিয়ে,
জ্যামিতিক কম্পাসের ব্যাসার্ধে শুধু ঘুরছি।
কখনো বিন্দুতে দাঁড়িয়ে, সীমাবদ্ধতায় আটকিয়ে থাকি,
কখনো আবার তেজস্বী হিমালয়ও শিকলবন্দী।
হতাশার অন্ধ গলিতে হারিয়ে যাচ্ছি,আটলান্টাসের মত
একটু একটু করে কালের গর্ভে।
মেহেদী পাতার হৃদপিণ্ডের মত রক্তাক্ত হই,
রক্তাক্ত হই মিথ্যে ছলনার ছলে।
তবুও সবুজে ঢেকে রাখি পোড়ামাটির যত-ক্ষত।
পড়তে শিখেছি মানুষ-
শিকড় থেকে শিখর,
দুঃখিনী বর্ণমালার মত।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.