দুঃশাসন
আবু আদনান খতিবুর
ছুটে এসো জনতা সেজে মহাবীর
ভেঙে দাও জালিমের অন্যায়ী নীড়।
ভেঙে ফেলো তাদের এই ক্ষমতার আসন
নিঃশেষ করে দাও মাফিয়ার শাসন।
জেগে ওঠো বাঙালী ঘুমন্ত জনতা
কেড়ে নাও তাদের এই ভোট হীন ক্ষমতা।
জালিমের জুলুম দেশে হয়ে গেছে শক্ত
নিরীহ বাঙালীর চুষে খাই রক্ত।
মাফিয়ার জেলে কেন নির্দোষ জনতা
ছুটে এসো বাঙালী কেড়ে নাও ক্ষমতা।
কেটে ফেলো তাদের ঐ জুলুমের ডানা
দেশ ছাড়াও মাফিয়ার যত আছে ছানা।
নিষ্ঠুর শাসন দেশে মানবে না কেউ
এবার রাজপথে বইবে প্রতিবাদের ঢেউ।
ভেবো না বাঙালী যায় দোষ এড়িয়ে
জনতার অধিকার দাও এবার ফিরিয়ে।
বাঙালীর রক্তে অগ্নি জ্বললে একবার
ক্ষমতার গদি ভেঙে করে দিবে চুরমার।
হুশিয়ার! হুশিয়ার! বাঙালী হুশিয়ার
রাজপথে নেমে এসো হাতে নিয়ে হাতিয়ার।
মাফিয়ার খেলা এবার করে দাও শেষ
স্বাধীন করো ফের সোনার বাংলাদেশ।
রচনাকালঃ ০১-০২-২০২২
মঙ্গলবার।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.