
রক্তাক্ত দেশ
উম্মি হুরায়েরা বিলু
ভুলিনি আবরার, তাহমিদ,
ভুলিনি আবু সাঈদ,
মীর মুগ্ধ, ওসমান হাদি—
কতজন হলো শহিদ।
আর কত খুন ঝরবে বলো
এই বাংলার বুকে?
আর কত মা কাঁদবে বলো
সন্তানহারা শোকে?
আমার সোনার দেশটা কেন
এমন হয়ে গেল?
নিষ্পাপ ঐ শিশুদের আজ
কি জবাব দেবো বলো?
আর কত ভাই করবে বলো
বুকের রক্ত দান?
আর কত খুন ঝরলে পরে
পাবো পরিত্রাণ?
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.