ধর্ম থাকে অন্তরে
বিভীষণ মিত্র
ধর্মের তরে যুদ্ধ করি, নীতিতে থাকি মিলে ভাই
মানুষ হয়ে মানুষকে কেন, পুড়িয়ে করি কয়লা ছাই।
বঙ্গে মোরা জন্মে সবাই, তাঁর ছেলেরে করি জবাই
এমন জনের নজির ও ভাই, অন্য কোথাও নাই।
কেমন মানুষ হলাম মোরা, সম্প্রীতিটা করছি খুন
দোষ নয়তো ধর্মের ও ভাই, মানুষে মানুষে খুনাখুন।
ধর্ম এতো ঠুনকো নয়, লোকের কথায় নষ্ট নয়
মানব জাতির কল্যাণে, বিশ্বাসেতে ধর্ম রয়।
এক বাগানের গাঁদা গোলাপ, শিউলি শেফালী ফুল
নানান সুবাস নানান রূপে, ভুবন হয় আকুল।
গাঁদা গোলাপ জন্মে যেমন, মাটির বুকটা চিরে
মানুষ মোদের জন্ম মৃত্যু, মা মাটিকেই ঘিরে।
কিসের বড়াই,কিসের জাত, কিসের এতো সংঘাত
এক মায়েরি ছেলে সবাই, সূচনা হোক নতুন প্রভাত।
লোকের কথায় জাত যায় না, ধর্ম থাকে সুন্দরে
ধর্ম সেটা লুকিয়ে রয়, সব মানুষের অন্তরে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.