নদনদী
ফেরদৌসী খানম রীনা
বাংলাদেশে ছড়িয়ে আছে
অনেক নদনদী,
দেশ-বিদেশে ঘুরে আর চলে
এঁকেবেঁকে নিরবধি।
জোয়ার -ভাটায় দুপাশে তার
জমে পলি মাটি,
এ মাটিতে সোনার ফসল ফলে
তাই মাটি অতি খাঁটি।
নদীর ধারে বাড়ি আমার
বর্ষাকালে হয় কষ্ট,
ফসলের খেতে পানি ডুকে
ফসল হয় নষ্ট।
বর্ষায় নদীতে মাছে ভরপুর
অপূর্ব তার শোভা,
বিকেল বেলা সূর্যের রশ্মির
কিরণে দারুণ আভা।
নদীতে নৌকা চলা চমৎকার
এক মনোরম দৃশ্য,
জোয়ার এলে আবার এই নদী
করে সবাইকে নিস্ব।
নদীমাতৃক আমাদের দেশ
রূপের নাই শেষ,
জোয়ার -ভাটার সময় হয়
অন্য পরিবেশ।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.