নারীর জাগরন
কলমে রিহাম নুয়াইমা তুলি
"নারী"
আমরা কিছু হলেও পারি
দেখাও
দেখাও,তবে পুরুষতান্ত্রিক সমাজকে।
থেক না আর,
আজারী হয়ে।
থেক না আর,
অন্যের বশে।
বল কত কাল
আর কত কাল...
তোমরা রবে তাদের পিছে
তারা রটাবে নানা মিছে।
বল কত কাল
আর কত কাল...
তোমরা শুনবে স্বয়ং কর্ণে
তারা বলবে পরাজয়ের মানে।
প্রার্থনা মোর
মানিও নাহ হার
করিও নাহ সারেন্ডার।
" অ রমণী"
দেখছো নাহ তোমার চত্বরে,
ঘুরে কত ভদ্ররে।
সময় সেকেন্ড চায় নাহ
মিস তাদের হয় নাহ।
ধর্ষনের কর্মে মশগুল
সারা বিশ্বে শোরগোল।
নতুন পত্রিকা হলে ছাপা
অতি ভদ্রতা যায় মাপা।
সাবধান!
" হে কামিনী"
সময় এসেছে, সময় গিয়েছে
তবুও নানা দ্বিধা-দ্বন্দ্ব।
সমাজের নারীদের করেছে স্বদ্ধ
দ্বিধা-দ্বন্দ্ব দূরে ঠেলে
যেতে হবে সংকল্পের বেলে।
ছুটতে হবে স্রোতের বেগে
জ্বলতে হবে জীবন মেখে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.