নিঃশব্দ বিদ্রোহ
মুমতাহিনা
সমাজ যখন ঘুমিয়ে পড়ে নিঃশব্দ হয় পথঘাট,
তখন কলম জেগে উঠে বহে প্রতিবাদের বাতাস।
অন্যায় যত আঁধার নামে চাপা পড়ে সত্যবাণী,
কলম তারে ছিন্ন করে জ্বালে সাহসের নিশানি।
শাসকের চোখে রক্ত জ্বালিয়ে মুখ বন্ধ করতে চায়,
তবুও কলম থামে না কখনো সত্য বলে নির্ভয়তায়।
জেল-জুলুম আর শাসন যত আসুক দুঃসহ ঝড়ে,
একফোঁটা কালি ঝরলেই তা বিপ্লবের আগুন জ্বালে।
ভোর হবে একদিন ঠিকই শেষ হবে রাতের খেলা,
কলম লিখে যাবে ইতিহাস সাহসীদের সুরে বেলা।
তাই যতই সমাজ ঘুমাক,নিঃশব্দে গুমরে কাঁদুক,
কলম জেগে থাকবে চুপিচুপি সত্যকে করবে রক্ষুক।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.