
নিদারুণ দুঃখ
~ শা মী ম
নিভৃতে আঁকড়ে ধরেছি অচেনা ব্যথা,
হৃদয়ের কোণে জমে থাকা অশ্রু নদী।
চোখে ভাসে ছায়া, ছায়ায় ভেসে যায় স্বপ্ন,
যা কখনো ছোঁয়াই নি উষ্ণ আলো।
স্মৃতির খোঁজে ভাঙে প্রতিটি রাত,
নীরবতার পাথরে থেমে যায় শ্বাস।
মুখে হাসি, মনের কোণে আগুন,
যে কেউ বুঝবে না, বোঝার ভানও নয়।
প্রতিটি বিদায়ে বোনার মতো কাঁদে মন,
ভাঙা হৃদয় ছুঁয়ে যায় অজানার হাত।
দুঃখের ছায়ায় নিভে যায় আশা,
কেউ নেই যা বুঝে, কেউ নেই যা ধরে।
নিদারুণ এই তৃষ্ণায়, আমি হারাই নিজেকে,
শুধু বয়ে চলে নিঃশব্দ ব্যথার নদী!
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.