নিপাত যাক স্বৈরাচার
কানিজ ফাতেমা রুকু
ছাত্রসমাজ দিয়েছে ডাক
গণতন্ত্র মুক্তি পাক।
বলছো আমায় রাজাকার,
দেখে নেব স্বৈরাচার।
জেগেছে রে জেগেছে
ছাত্র সমাজ জেগেছে।
এই লড়াইয়ে জিততে হবে
গণতন্ত্র মুক্তি পাবে।
এই লড়াই বাচার লড়াই
তাবেদার মুক্ত বাংলাদেশ চাই।
কালো কালো হাত গুলো
ভেঙে দাও,গুড়িয়ে দাও
আমাদের দাবি একটাই
কোটা প্রথার সংস্কার চাই।
কোটা যদি থাকেই তবে
মেধাবী প্রতিবন্ধী সুযোগ পাবে।
এখানে বলা হচ্ছে না যে কোটাধারীরা মেধাবী না।মেধা যদি থাকে তাহলে কোটা থাকলেই কি আর না থাকলেই কি। মুক্তিযোদ্ধার রক্ত যদি গায়ে থেকে থাকে তবে জনসাধারণের সাথে মেধা দিয়ে টিকে দেখাও।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.