নীরব আত্মকথন
মদিনা তাবাসসুম
যখন,
অক্ষিযুগল ভরে আসে ঘন বর্ষায়,
এ জীবন ছেয়ে যায় অমাবশ্যায়।
যখন ভাবি,
এ জীবনে কানায় কানায় দুঃখ,
হৃদয়পটে ভেসে ওঠে প্রিয়জনদের মুখ।
যারা আমায় করেছে লালন, বুনেছে আশার আলো,
সে আলো নিভিয়ে দিয়েছি দু'হাতে
করেছি চারপাশ তমশার চাদরে মোড়া কালো।
হুতুম পেঁচা, ঝিঁঝিঁ পোকা আপন মনে ডেকে যায়,
তাল মিলিয়ে আমিও লিখি ডাইরি, বসে নিরালায়।
কালের আবর্তনে হচ্ছি যাঁতাকলে পিষ্ট,
সহানুভূতির হাত বাড়িয়ে কেউ নেই
আমি একা,নিঃস্ব।
নিঃস্বতাকে সম্বল করে লড়ে চলেছি জীবনযুদ্ধে,
অপমান আর তিক্ততায় ভরা কথা ছেয়ে যায় শিরা উপশিরা, রন্ধ্রে রন্ধ্রে।
'ফা ইন্না মা'আল উসরি ইউস'র'
কষ্টের সাথেই আছে সুখ,
এ কথা মনে পড়লেই ভুলে যাই জ্বালা, যন্ত্রণা, দুঃখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.