পথশিশু
উম্মি হুরায়েরা বিলু
দুখের অনল বুকের মাঝে
জ্বলছে দিবা রাত,
ফুটপাত আজ কাটে জীবন
জোটে না মুখে ভাত।
কে বাবা মোর মা বা কোথায়
জানি না তো কিছু,
এই সমাজে বাঁচি মোরা
করে মাথা নিচু।
এই শহরের মানুষ গুলো
ভীষণ স্বার্থপর,
মোদের তারা দেয় যে গালি
মারে লাথি চড়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.