পরাণ
রূপক বরন বড়ুয়া
বিশ্বাসে অবিশ্বাসে বারবার পরাণ টা
তোমার কাছে রেখে আসি
ফিরে আসবো তাই ফিরেও তাকাইনি!
মৃত্তিকার পরতে পরতে আমার কষ্টজল
না পারতে পরাণেরে ছেড়েছি
তৃষ্ণায়, মায়াবী জ্যোৎস্নায়।
কি নিষ্ঠুর! পরকীয়া আবেগী ছল।
পরাণের আগে প্রেমটা কেড়ে নিলে
রেখে দাও পুনঃ ভালোবাসবে বলে
পরাণটারে নিয়ে কি করো শুনি।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.