পাতার ভেতর স্রোত
জয়িতা চট্টোপাধ্যায়
না কোনো আগুন্তুকের জন্য সময় সাজানো নেই এখানে
আছে বুকে পাশবালিশ বেঁধে মরসুমি ফুলের অপেক্ষা
আছে পদধূলি চুরি করা পথ
যাকে আঁকড়ে পা বিপথগামী হয় বারবার
আছে ধ্বংসমূলক দূর্দান্ত ঘামে চিরসবুজ আদর
এখানে গাছের পাতা হলদে হয় না ঝলসে ওঠা সুখ ও উষ্ণায়নে
রক্তে লালায় জ্বলে আকাশ ছোঁয়া স্বপ্ন
মধ্যরাতের ইতিহাস লুকিয়ে রাখে শূন্য কালের ইশারা
আর আমি অনন্তকাল দুহাতে মাটি খুঁড়ে,
জল দিয়ে বাঁচিয়ে রাখি
যযাতির আত্ম নিবেদন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.