পাহাড়ি মেয়ে
টিকলু তালুকদার
পাহাড়ি মেয়ে লাজুক চোখে
উপহার দিলেন মোরে,
বেচাকেনার ধূম পড়েছে
রাঙামাটি'র হাটে,
শ্যামল দেহে মুক্তা ঝড়ে -
গোলাপ যেমন হাসে,
আঁধার রাতে জোঁছনা জ্বলে
কোমল পরীর হাতে,
কত কইলাম -কত সাধলাম
অভাব আমার ঘরে,
পাষাণ নারী' এক ঘেয়ামি
দাম' নিলনা কমে,
পরের টাকায় করছি সদাই
জীবন নদীর স্রোতে,
নীলাকাশে চাঁদের মেলা
অচিন দেবীর পুতুল খেলা,
ভিড়াই তরী উজান ঘাঁটে
কে যাও মাঝি পাল উড়িয়ে
একলা পথিক হয়ে?
নিঠুর শূরে বাঁজাও বাঁশি
গায়ের রাস্তা ভুলে,
খেজুর ফুলের ঘ্রাণ নিতে-
এসো আমার বাড়ি!
মধুরসে চুমুক দিয়ে ভুলাস মনের আড়ি!
সবুজ ঘাসে শিশির মিশে
সতেজ করে রূপ!
হৃদ মাঝারে তালা মেড়ে
মিটায় দেহের সুখ!
হাউসের পাখি চলে গেলে
খুঁজে কি আর পাই,
শূন্য খাঁচায় আগোল দিয়ে
নিঝুম দ্বীপে রই,
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.