পিতামহ তিতুমীর!
আপনার বাঁশের কেল্লার ভীত নড়েছে,
সে প্রায় তিন শতাব্দী হলো;
বৃটিশ বেনিয়ারা আজ আর নেই!
তবে গণ মানুষের দুঃখ বদলায়নি!
বিভিন্ন মুখোশে এক অভিন্ন শত্রু এই সোনার বাংলাকে
শ্মশান করে দিচ্ছে।
পিতামহ!
আপনার বিদ্রোহী কর্মকান্ড, আপনার বিদ্রোহী স্বদেশ প্রেম সম্পর্কে আমাদের পড়ানো হয় না-
আমাদের পড়ানো হয় প্রীতি লতা আর সূর্যসেনদের জীবনী! আমরা আমাদের সাড়ে সাতশ বছরের ইতিহাস পড়ি না। ১২০৪ সালে আমাদের গৌরব উত্থানকে ওরা অস্বীকার করে।আমাদেরকে বলা হয় আমরা একাত্তরে জন্মেছি।
পিতামহ-
আপনি কবে আসবেন?
পিতাজী বখতিয়ার আমার সাথে লুকোচুরি খেলছে। তিনি বুঝতেই চাইছেন না এই ব্যথা।
পিতামহ-
চিঠি পাওয়া মাত্রই ঘোড়া ছুটাবেন! আপনার অধম কন্যা পথ চেয়ে আছে!
ইতি
আপনার এক হতভাগ্য শেহজাদী
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.