পূর্নতা
কানিজ ফাতেমা রুকু
পূর্নতার মানে কি শুধু ভালোবেসে
বিয়ে করাকে বলে?
কেন, সুন্দর একটা ফ্যামিলি যখন হাসিখুশীতে
ভরে ওঠে সেটা তাহলে কি?
ভালো ক্যারিয়ার শুরু করে বাবা মাকে
প্রথম বেতনের টাকা হাতে গুজে দেওয়া
কি সাফল্যের পূর্নতা নয়?
কোনো নিঃসন্তান দম্পতি যখন বাবা মা হয়
তখন কি বাচ্চাটি পূর্নতা নয় পরিবারটির?
হাজার মাইল দূরে থাকা আপনজন যখন বাসায়
আসে বহুবছর পর,সেই আনন্দটা কি পূর্নতা নয়?
তাহলে এখন পূর্নতার মানে কি?
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.