

প্রকৃতি প্রেমী
কলমে ফারিয়া
আমার যখন খুব করে মন খারাপ হয়,
খুব একলা লাগে,তখন আমি নিজেকে খুঁজে পেতে প্রকৃতির মাঝে হারিয়ে যাই।
আমি ফুল ভালোবাসি,ভালোবাসি প্রকৃতিকে।
এই বিষাদময় পৃথিবীতে বিষাক্ত বহুরূপী মানুষের থেকে নিজেকে রক্ষা করতে প্রকৃতি প্রেমী হওয়া অত্যন্ত জরুরি।
প্রকৃতি কষ্ট দেয় না!
প্রকৃতি দেয় শান্তি ও নিরবতা।
আর আমি বরাবরই শান্তি প্রিয় মানুষ তাই প্রকৃতির নিরব শান্তি আমি খুব করে উপভোগ করি।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.