প্রিয় সহপাঠীগণ
ইসমাত নাহার জেরিন
প্রিয় সহপাঠীরা তোদেরকে কখনো ভুলতে পারবো না,
তোদেরকে ছেড়ে যেতে হবে এটা ভেবেই আসছে কান্না।
আমরা সকলে একসাথে কাটিয়েছি দিনের পর দিন,
আমরা কখনো শোধ করতে পারবো না একে -অপেরর ঋণ।
আমরা সকলে থেকেছি বোনের মতো,
আমার মনে তোদের জন্য শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে শতশত।
আমরা সকলে একসাথে স্কুলে করেছি খেলা,
আমাদের সকলের দ্বারা স্কুলে তৈরি হয় সততার মেলা।
আমাদের সকল সৃতি রয়ে যাবে স্কুলের কোণে,
তোরা সকলে সবসময় থাকবি আমার মনে।
সহপাঠীরা তোরা প্রত্যেকেই আমার কাছে সেরা,
তোদের জীবন ভরে যাক মানবতার বাগান দ্বারা।
তোদের ভালোবাসায় আমি পেয়েছি অনুপ্রেরণা,
জীবনের সকল পথে তোদের তৈরি হোক নতুন ভাবনা।
সৎ শিক্ষা অর্জন করে আলোকিত হোক তোদের জীবন,
তোদের মতো ফুলের জন্য সৌন্দর্যে ভরা বন।
দুনিয়ায় বিপদে একে-অপরের হাত ধরে রাখবো মোরা,
স্কুল জীবনের বন্ধুত্বই সব থেকে সেরা।
বন্ধুত্বের মায়াময় বাধন দ্বারা ভরে যাক এই ভূপৃষ্ঠ,
প্রকৃত বন্ধুত্বই ইতিহাসের সেরা দৃশ্য।
তোরাই থাকবি আমার জীবনের সৃতি ঘরের সখী,
ক্ষমা করে দিছ যদি কখনো তোদের কষ্ট দিয়ে থাকি।
তোদের জীবন থেকে দূর হোক অন্ধকার,
তোদের সকলের জন্য শুভকামনা রইল অপার
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.