কবি পরিচিতিঃ এস এম নওশের, জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। পেশায় চিকিতসক নেশায় ভ্রমণ পিপাসু। সর্বভুক পাঠক। মঞ্চ নাটক এবং ফিল্ম অনুরাগী। সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ব্যাক প্যাক নিয়ে। ছবি তোলেন প্রকৃতির। লিখেন অল্প স্বল্প যখন সময় মেলে। এই পর্যন্ত প্রকাশিত বই কুড়িটি। মানবিকতা, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা তার লেখার মুল উপজীব্য।
স্বীকৃতি; বংগীয় সাহিত্য সংসদ পুরস্কার।
ফ্রেন্ডস অফ হিউম্যানিটি এওয়ার্ড। আমেরিকা থেকে প্রকাশিত হয়েছে তার গল্পের ই-বুক
“ধুপ ছায়া”
ফিলিস্তিন
এস এম নওশের
অসহায় রাস্ট্র ফিলিস্তিন
জন্ম থেকেই ভাগ্যহীন
নিরীহ মুসলিমদের সংগ্রামী জীবন
যে কোন সময় আসে মরন
সংগ্রামে স্বাধীনতার অর্ধশতকের বেশি
পশ্চিমারা ভাষায় তারা নাকি সন্ত্রাসী
জন্ম থেকেই জ্বলছে তারা
তাদের বিরুদ্ধে যুদ্ধে ইহুদি নাসারা
তাদের নারী বৃদ্ধ শিশুরা অসহায়
ইজ্রায়েলিদের অমানবিক নির্মমতায়
ব্যার্থ আজ জাতি সংঘ
ঠুটো জগন্নাথ নীরবে দেখে রংগ
ফিলিস্তিনিরা আজ নিজ ভুমে পরবাসি
ইহুদিরা তাই দেয় হায়েনার হাসি
হারিয়েছে তারা মানবতা
উল্লাসে মাতে পাশবিক দানবতা
আজ ফিলিস্তিনিরা দাড়িয়েছে রুখে
বিস্মিত বিশ্ববাসি ভাষা হীন মুখে
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.