আমরা বইপ্রেমিরা অনেক সময় বইয়ে নিয়ে অনেক কিছুই করতে চাই৷ কেউ নতুন বই নিলে বই নিয়ে স্ট্যাটাস দেয়। তাদের জন্য আজকে আমরা বাছাই করা সেরা ১০১ টি এর অধিক বই নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ও কবিতা আপনাদের সাথে শেয়ার করা হলো৷ আশা করি প্রতিটি বইয়ে নিয়ে স্ট্যাটাস বা ক্যাপশন আপনার ভালো লাগবে।
০১। একটা সময় বই বিরক্তের কারণ ছিলো, কিন্তু এখন বই পড়ার সময়টি আমার সেরা সময় মনে হয়।
০২। একটি করে বন্ধু হারালে একটি করে বই কিনে নাও।
০৩। প্রতিটা বই যেনো কিছু শিখিয়ে যায়…
০৪। বই একাকিত্বে স্বর্গীয় সুখ দেয়ার ক্ষমতা রাখে,,
০৫। বই মানুষকে নমনীয় ভাবে গড়ে তোলে আমার বিশ্বাস।
আরো পড়ুনঃ কলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা |
০৬। বই নিয়ে বলতে গেলেই এক কথায় কম হয়ে যাবে।
০৭। বই পড়তে ইচ্ছে করে, বই পড়তে পারি না
০৮। বই হচ্ছে সুন্দরতম প্রেমিক/প্রেমিকা
০৯। Book is my Life.
১০। বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে,তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়।
~শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[caption id="attachment_10782" align="alignnone" width="1280"] “বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই।”
-আর্নেস্ট হেমিংওয়ের[/caption]
১১। বই আমার সেরা বন্ধু, যাকে আমি সব-সময় কাছে রাখি।
১২। আমার কাছে যেন, সময় কাটানোর জন্য বা অবসর সময়ের সেরা মাধ্যম যেন বই বা বইয়ের বিকল্প যেন আর নেই।
১৩। বই পড়া হয় না কিন্তু মায়া আছে।
১৪। বই অমূল সম্পদ।
১৫। একটি বই একজনকে নয়, হাজার জনকে জ্ঞানী বানাতে পারে। সুতরাং উপহার হিসেবে বই হবে সেরা উপহার।
আরো পড়ুনঃ ৭টি স্তন ক্যান্সারের উপসর্গ ও চিকিৎসা |
১৬। এক হাতে তলোয়ার, আরেক হাতে বই থাকতে হবে।
১৭। বই আমার সব সময়ের প্রিয় একটা মহূর্ত।
১৮। আমি বই পড়তে ভালো বাসি।
১৯। বই মানুষের সবচেয়ে কাছের বন্ধু।
২০। সফলতার দুটি নামেই ব বর্ণ দিয়ে শুরু বই আর বউ।
২১। বই মানে বিরহ মনের প্রশান্তি..
২২। বই কাল্পনিক জগতে আমার পাসপোর্ট।
২৩। বই মানে ভালোবাসা।
২৪। তুমি পাঠক হও, বদলে যাবে জীবনের গতিপথ।
২৫। আপনাকে পড়তেই হবে
হইতো বই, নইতো পিছিয়ে..
২৬। বই আমার একাকীত্বের সাথী।
২৭। বই প্রিয়তমাহীনদের প্রিয়তমা।
২৮। বই পড়া তো ভালো থাকার মহা ওষুধ।
২৯। জীবনকে জীবন দেওয়ার নাম বই বললে হয়তো ভুল হবে না।
৩০। জীবনে স্বার্থক হতে চাইলে বইয়ে হচ্ছে সেরা বন্ধু
[caption id="attachment_10784" align="alignnone" width="1280"] “যদি এমন কোনও বই থাকে যা আপনি পড়তে চান তবে এটি এখনও লেখা হয়নি তবে আপনাকে অবশ্যই এটি লিখতে হবে।” - টনি মরিসন[/caption]
৩১। বউ আর বই, দুটোকেই যত্নে রাখতে হয়।
৩২। একটা ভালো বই পড়া মানে ইতিহাসের সবচেয়ে বড় ব্যক্তির সাথে কথা বলা।
৩৩। বই আমার ইমোশন,
বই আমার ভালোবাসা।
৩৪। জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই
~টলস্টয়
৩৫। বই হলো এমন এক মৌমাছি যা অন্যের মন থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে পাঠকের জন্য।
৩৬। বই জীবনে আলোর পথ দেখাবে।
৩৭। বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না, কোনদিন মনোমালিন্য হয় না।
~প্রতিভা বসু
৩৮। বই একটা প্যাশন।
৩৯। বই বেঁচে থাকার প্রেরণা যোগায় এবং কখনোই বিশ্বাস ঘাতকতা করে না।
৪০। আমার একটা নিজস্ব বইঘর হোক।
[caption id="attachment_10790" align="alignnone" width="1280"] বই নিয়ে স্ট্যাটাস
“ভালো বই পড়া মানে গত শতাব্দীর
মহৎ লোকের সাথে আলাপ করা।” - দেকার্ত[/caption]
৪১। আমরা যখন বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি।
~ভিনসেন্ট স্টারেট
৪২। আমার একরাশ মুগ্ধতা, সাথে এক কাপ চা আর ফুল, আর কি লাগে।
৪৩। বই মানে আমার কাছে একরাশ মুগ্ধতা ভালবাসা, একাকিত্বের সঙ্গী।
৪৪। একজন বয়স্ক মানুষ মারা গেছে,তার মানে একটা আস্ত লাইব্রেরী পুড়ে ছাঁই হয়ে গেছে।
৪৫। বই আমার মন খারাপের ভালো লাগা।
৪৬। বই মানে আলাদা একধরনের অপ্রকাশিত প্রশান্তি।
৪৭। বই মানে ভালোবাসার বন্ধন।
৪৮। বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানে না এমন লোকের মধ্যে কোন পার্থক্য নেই।
~মার্ক টোয়েইন
৪৯। বই তোমার নিজের ভেতরের মানুষটাকে টেনে বের করে নিয়ে আসবে।
৫০। বই পড়ার সময় করতে না পারলেও কিনে সাজিয়ে রাখতে খুব পছন্দ করি।
[caption id="attachment_10791" align="alignnone" width="1280"] বই নিয়ে স্ট্যাটাস
“একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায়।” - অস্কার ওয়াইল্ড[/caption]
৫১। বই নিয়ে যাই বলি কম হয়ে যাবে,
বইয়ের প্রতি ভালোবাসার কখনো
definition হয় না।
আমার একাকিত্ব , আমার ভালোলাগা, খারাপ লাগার সঙ্গী বই।
৫২। 'রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু একখানা বই অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়।’
~ওমর খৈয়াম
৫৩। বই! সে তো আমার নিরব হৃদয়কে মাতিয়ে রাখে।
৫৪। বই হচ্ছে আমাদের একাকিনী
এক সুন্দর সঙ্গী।
৫৫। পৃথিবী বইয়ের স্বাদে ডুবুক। - নাজনীন আপু
৫৬। পৃথিবী কোণায় কোণায় বইয়ের রাজত্ব হোক৷ ~কাফাসো
৫৭। বই মানুষ কে কাঁদাতে পারে হাসাতে ও পারে। বই মানুষ এর সংগী হতে পারে। তাই বই ই মানুষ এর প্রকৃত বন্ধু।
৫৮। মন ভালো করার শ্রেষ্ঠ সঙ্গী হচ্ছে বই।
৫৯। Books are full of ideas..!!
৬০। Books are a great center of self-knowledge. There are thousands of unknown treasures hidden in the pages of books!!.. I love books..
[caption id="attachment_10814" align="alignnone" width="1280"] ~ বই নিয়ে স্ট্যাটাস[/caption]
৬১। বই পড়ে মানুষ জ্ঞানী গুনি ও পাপিষ্ঠ ও হয়।
৬২। একটি বই একটি বন্ধুর সমান,
কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান।
৬৩। বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো। ~রবীন্দ্রনাথ ঠাকুর
৬৪। মায়ের ভালোবাসা যেমন জান্নাতের চাবি,
তেমনি সুস্থ মনুষ্যত্বের বা প্রশান্তির চাবি বই।
৬৫। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না।
~সৈয়দ মুজতবা আলী
৬৬। বই যখন বন্ধু হয়,
বিশাল বড় সিন্ধু হয়।
বই থাকুক মনেতে,
আঁধারে ও আলোতে।
৬৭। গৃহের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয়।
~সিডনি স্মিথ
৬৮। ভালো বই পড়া যেনো গত শতকের মহৎ লোকের সাথে আলাপ করার মতো।
~দেকার্তে
৬৯। সময়ের সাথে আধুনিক মনস্ক হয়ে ওঠার অন্যতম মাধ্যম হচ্ছে বই পড়া।
৭০। বই শুধু বই নয়, বই আমার বউ।
[caption id="attachment_10815" align="alignnone" width="1139"] ~ বই নিয়ে স্ট্যাটাস[/caption]
৭১। তুমি উপন্যাসের নতুন চরিত্র খুঁজতে ব্যস্ত।
"আমি পুরনো বই এর ছেঁড়া পাতায় অভ্যস্ত।"
৭২। "রুটি- মদ ফুরিয়ে যাবে
প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু একেকটা বই অনন্ত যৌবনা
যদি তেমন বই হয়"
- সৈয়দ মুজতবা আলী
৭৩। বই একাকিত্বে স্বর্গীয় সুখ দেয়ার ক্ষমতা রাখে৷ তাই এখানে ইনভেস্ট করুন সবাই...
৭৪। বই হোক আত্মার খোরাক।
৭৫। যখন মানুষের সঙ্গ আমার ভালো লাগে না সব কিছুই বিরক্তিকর লাগে তখন এদের সাথে থাকলে প্রশান্তি পাই।
৭৬। সরগম বদলেছে চলছে জীবন
বই ছাড়া বিনোদন হচ্ছে হজম।
বইমেলা তার মাঝে সুরের লহর
রাশি রাশি বই যেন জ্ঞানের গহ্বর।
৭৭। বই হচ্ছে জ্ঞানের পৃথিবী।
৭৮। নিজের তৈরী করা একটা আলাদা জগৎ...
৭৯। একাকিত্বের সবচেয়ে ভালো বন্ধু বই।
৮০। বই যা আমাকে ভাবতে শিখিয়েছে। বই যা আমাকে বাঁচতে শিখিয়েছে। বই যা আমাকে প্রতিনিয়ত মোটিভেট করে। বই কে আমি আমার বন্ধু বানিয়ে নিয়েছি। আজকাল প্রেম ভালোবাসা, বন্ধুত্বের বিচ্ছেদ ঘটে৷ কিন্তু বইয়ের সাথে বিচ্ছেদ ঘটে না।
[caption id="attachment_10816" align="alignnone" width="1280"] ~ বই নিয়ে স্ট্যাটাস[/caption]
৮১। বই গো, তুমি আমার বন্ধু, আমার শিক্ষক, আমার জীবনসঙ্গী..
৮২। বই পড়তে ভালোবাসি, কারণ আমি একাকিত্বতে বিশ্বাসী।
৮৩। বই একাকিত্বের না হোক অবসরের সাথী।
৮৪। প্রতিটি ভালো বই এক একটা ভালো বন্ধুর সমান।
৮৫। বইয়ের পাতা পৃথিবীর সবচেয়ে সুখী গন্ধ ছড়ায়।
৮৬। বই পড়লে অনেক জ্ঞান অর্জন করা যায় ব্যক্তিগতভাবে বই পড়তে আমার খুব ভালো লাগে।
৮৭। “বই লেখাটা নিষ্পাপ বৃত্তি এবং এতে করে দুষ্কর্ম থেকে নিজেকে রক্ষা করা যায়।” বার্ট্রান্ড রাসেল
৮৮। জ্ঞান অর্জনের জন্য বই'ই সেরা মাধ্যম।
৮৯। “একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না।” - আর ডি কামিং
৯০। বই একাকিত্বে স্বর্গীয় সুখ দেয়ার ক্ষমতা রাখে।
[caption id="attachment_10817" align="alignnone" width="1139"] ~ বই নিয়ে স্ট্যাটাস[/caption]
৯১। “ভালো খাদ্য বস্তু খেলে পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।” - স্পিনোজা
৯২। “বিচক্ষণ পুরুষ মানুষের জীবন নিয়ন্ত্রণ করে দুটি বিষয় একটু হলো বই, অপরটি হলো বউ।” - কিশোর মজুমদার
৯৩। বই যেন ভালোবাসা,
একটা শব্দই যথেষ্ট বলে মনে হয়!
৯৪। বইকে বন্ধু বানাও দেখবে জীবন সুন্দর।
৯৫। “আইনের মৃত্যু আছে, কিন্তু বইয়ের মৃত্যু নেই।” - এনড্রিউ ল্যাঙ
৯৬। যে বই পড়তে ভালোবাসে তার শত্রু কম।
৯৭। এতো কোলাহল পূর্ণ ব্যস্ত শহরে বই যেন আমার অক্সিজেন।
৯৮। বই এর জন্য একটি দরিদ্র সংসার উজ্জালময় হতে পারে।
৯৯। একটা ভালো বই পড়া মানে, গত শতাব্দীর সেরা মানুষের সাথে গল্প করা, তার চিন্তা চেতনাকে জানা।
১০০। বই হচ্ছে হাজার বছরের সঞ্চিত চিন্তার আশ্রম।
[caption id="attachment_10818" align="alignnone" width="1280"] ~ বই নিয়ে স্ট্যাটাস[/caption]
১০১। বই এর প্রেমে পড় তাও নারীর সঙ্গ ত্যাগ করো, কারণ সব থেকে ব্যতিক্রম চরিত্র।
০১। “বই উপহার দেওয়ার মাধ্যমে আমরা আসলে প্রিয়জনকে মানসিক উন্নয়নের রাস্তা দেখিয়ে দেই।”- ফেরদৌসি মঞ্জিরা
০২। “যারা বইয়ের পাতা ভালো করে পড়তে পারে তারা মানুষের চোখের পাতাও পড়তে পারে।” -কিশোর মজুমদার
০৩। “কথাটা এই নয় যে বই এর থেকে কি এমন পাবে যা তোমাকে সমৃদ্ধ করবে-কথাটা হল বই তোমার থেকে এমন কিছু পাবে যা তোমার জীবনকে বদলে দেবে।” - রবীন শর্মা
[caption id="attachment_10819" align="alignnone" width="1139"] ~ বই নিয়ে স্ট্যাটাস[/caption]
০৪। “বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না।” -সৈয়দ মুজতবা আলী
০৫। “বই খুলে যা দেখে নেয়া যায় তা কখনো মুখস্থ করতে যেয়ো না।” -আলবার্ট আইনস্টাইন
০৬। “বই কিনলেই যে পড়তে হবে, এটি হচ্ছে পাঠকের ভুল। বই লেখা জিনিসটা একটা শখমাত্র হওয়া উচিত নয়, কিন্তু বই কেনাটা শখ ছাড়া আর কিছু হওয়া উচিত নয়।” – প্রমথ চৌধুরী
০৭। “জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই।” – ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
০৮। “বই হল বিশেষ দর্পন যাতে আমরা নিজেকে যেমন খুঁজে পাই, তেমনি আমাদের চারপাশে থাকা মানুষ ও পরিবেশকেও দেখতে পাই।” - কিশোর মজুমদার
০৯। “খুব কম বয়সেই বই পড়ার প্রতি আমার ঝোঁক তৈরি হয়। শিশু হিসেবে আমার বাবা–মাও বই কিনতে আমাকে ইচ্ছামতোই টাকা দিতেন। তাই আমি প্রচুর পড়তাম।”- বিল গেটস
[caption id="attachment_10820" align="alignnone" width="1280"] ~ বই নিয়ে স্ট্যাটাস[/caption]
১০। “বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো।” -রবীন্দ্রনাথ ঠাকুর
নিচে বই নিয়ে কয়েকটি কবিতা উপস্থাপন করা হলো। আশা করি ভালো লাগবে। আমাদের সাথে এতোক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি কবিতা গুলো ভালো লাগবে।
আমি হয়তো বেশি দিন থাকবো না পৃথিবীর মাঝে,
আমার কিছু লেখা থাকবে বইয়ের বাজে বাজে,,।
আমার হয়ে বলবে কথা লেখা গুলো,
এভাবে থাকবে হাজার বছর পরবে
বইয়ের উপর জমবে কিছু কিছু ধুলো,,।
তখন হয়তো আমার দেহ থাকবে অস্তিত্ব হীন,
বই টা ধরলে বলে দিবে কেমন
কেটেছে আমার প্রতিটা দিন,,।
জীবনের প্রতিটি লাইন থাকবে বইয়ের পাতায় লেখা,
এই ছোট জীবনকে ঘিরে আছে অনেক কিছু শিখা,,।
মানুষ জীবনের প্রতিটি মূহুর্তের সাথে মানিয়ে নেওয়ার করে চেষ্টা,
যদি তা মানিয়ে নিতে পারে ধৈর্য সাথে সুন্দর ভাবে কাটে শেষ টা,,।
ভালো মন্দ নিয়ে কাটে মানুষের প্রতি মূহুর্ত,
জীবন যুদ্ধ করতে গিয়ে হয় ক্ষত বিক্ষত,,।
সময়ে সাথে কিছু মূহুর্ত থাকে অসাধারণ,
যা থাকবে যত দিন বাঁচবো এই পৃথিবীতে আমার সরণ,,।
[caption id="attachment_10821" align="alignnone" width="1280"] ~ বই নিয়ে স্ট্যাটাস[/caption]
খোকার কাঁধে বইয়ের বোঝা
বই আছে তার নয় টা,
বয়স তার মাত্র পাঁচেক
দাঁত উঠেছে ছয় টা।
খোকার সাথে পড়তে যায়
খোকার নিজের মায়,
ভাবটা যেনো ঠিকএমনটা
কাজ কাম তার নাই।
বিদ্যাসাগর বানাতে চাই
মাত্র বয়স সাতে,
রাত দিন তাই পড়াতে হবে
রেখেছে মাস্টার চারেক তাতে।
কিন্তু খোকার এখন খেলার ঝোক
মাথায় না পড়া ঢোকে,
খোকার মায়ে ত রাগটা দেখায়
অবুঝ শিশু ওকে।
কেনো বোঝে না খোকার মায়?
খোকার বয়স ছয়,
কেমনে পড়বে অবুঝ শিশু
যদি বই দেওয়া হয় নয়।?
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.