বর্ষবরণ
তপন মাইতি
চৈতী ফুলের ভরদুপুরে
ধ্বনি তোলে বেশ নূপুরে
কচি আমের রোদে
বর্ষবরণ বোধে
স্বপ্ন দেখা লাল রোদ্দুরে।
আসন্ন সেই পয়লা বৈশাখ
উলু ধ্বনি বাজিয়ে শাঁখ
ফেলে আসা দিনে
সুখের স্মরণ ঋণে
সবাই সবার হৃদয়ে পাক।
কত রকম খাওয়া দাওয়া
কুটুম বন্ধু বাড়ি ছাওয়া
গীতবিতান গাওয়া
সে তো অনেক পাওয়া
বর্ষবরণ করে যাওয়া।
হাতে হাতে বরণ ডালা
হাতে গাঁথা ফুলের মালা
এখন সবার পালা
জুড়াক মনের জ্বালা
ভরুক সবার জীবন থালা।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.