বায়ান্নের ফাগুন
~ শোয়াইব মাহমুদ
ফাগুন এসেছে ধরায় চিরাচরিত রাজকীয় রূপে
গজেছে পত্র-পল্লব, ফুটেছে পুষ্প-কলি,
এভাবেই যাচ্ছে চলে গ্রীষ্ম-বর্ষা-শীত
এক ঋতুর আগমন, অন্য ঋতু যাচ্ছে চলি।
কালের পরিক্রমায় কত স্মৃতিতেই তো জমে ধুলি
কতক চিরকালের তরে ভুলিয়াছি কতক আবছা আছে মনে,
কতক স্মৃতি ভুলবার নয় ; বরং হৃদয়ে রাখিয়াছি খুব যতনে।
বায়ান্নতে শহিদ হওয়া ভাষা শহিদদের কি করে ভুলি?
সেই দুঃখ ভারাক্রান্তের বায়ান্নতেও এসেছিলো ফাগুন
রাজপথ-প্রান্তর জ্বেলেছিল বিপ্লবীরা আন্দোলনের আগুন।
সেদিনও কৃষ্ণচূড়ার ডালে ফুটেছিল আগুনরঙা ফুল,
আহা!শাসকের বুলেট-শেলের বর্ষনে কত যে ঝরেছিল মুকুল।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.