দুপুর বেলাতে বসে,
বিকেলের রোদ গুলো খুব মনে পড়ে,
কেমন পাতায় পাতায় খেলা করে,
নিঃশব্দ হরিণীর মত ছুটে চলে!
বেলা করে রোদ উঠে, তারপর -- বেলাতে গড়ায়,
পাতায়, ফুলে আর গাছের শাখায়
বুনে ওম;
পাখিদের পাখার পালকে জেগে থাকা সারাটা বিকেল,
তারপর -- রাত নেমে এলে ঘুম;
চড়াই - উৎড়াই পেরিয়ে -- নদীর সাথে সাথে চলে
ঢেউ গুলো ডিঙিয়ে--
সবুজ ঘাস, প্রজাপতির পাখা ,ফড়িং এর চোখ,
সমস্ত ভিজিয়ে---
রাত নেমে এলেই যায় স্মৃতি হয়ে---
চোখের পাতায় নদী মেখে যায়, বয়ে বয়ে -
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.