বিপদসীমা ছুঁয়ে
জয়িতা চট্টোপাধ্যায়
শ্রাবণ মাস, নদীর অন্ধকার একটা নিঃসঙ্গতা
দুহাতের অঞ্জলিতে প্রদীপের মতো বিদ্যুৎ জ্বালায়
চামড়া ধুয়ে বড় হয় স্মৃতি ও বিস্মরণে প্রেম
ভিজে ত্বক, সবুজ শিরা যেন স্বপ্ন বদলের রাত
চেনা গন্ধে বিপথে টলোমলো ভেতরের নদী
প্রেম ও প্রেমহীনতা বনসাই করে সাজানো হয় ঘরে
দুঃখ শব্দ, দুঃখের মতন অবিশ্বাসী দুটো চোখ
প্রবল স্রোতের মুখে দাঁড়িয়ে থাকে
জীবনের তীব্র চুপ হয়ে
ছিঁড়ে যায় মৃতের নিঃশ্বাস
রক্ত ও সৃষ্টির মাঝখানে ফালাফালা এক আনন্দ
বুঝিয়ে দেয় এখানে শরীর চামড়া দিয়ে বোনা
শোকে, পরাজয়ে ভাঙে না মৃত্যু
শ্রাবণ আসে, একটা কান্নার মতো শব্দ
মনে করিয়ে দেয় তোমার কথা...
কবি পরিচিতি নাম: জয়িতা চট্টোপাধ্যায় |
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.