বিবর্তন
শোয়াইব মাহমুদ শাফি
আকাশটা আজ রূপের পসরা সাজিয়েছে
কখনো মেঘেরা স্বরূপে ভেসে বেড়ায়
কখনো বা হয়ে ওঠে আলো ঝলমলে
হরেক পরিবর্তনে কখনো আবার রোদ্দুরও মিলে।
বাতাসটা আজ খুবই অস্থিরতায় ভুগছে
মৃদুমন্দ হাওয়ায় তাই মনও উড়ছে।
কখনো শঙ্খচিল বা শালিকের বেশে
আবার কখনোবা নিরালায় একা হেসে।
পাখিরা আজ স্বমহিমায়, স্বতস্ফুর্ততায়
খাবারের খোঁজে প্রকৃতিতে ডানা মেলছে
গুনগুনিয়ে বা একটানা শিস দিয়ে স্ব স্ব অনুভূতি গুলো করছে প্রকাশ
মানবীয় শব্দদূষণের ভীড়ে শ্রুতিমধুর কলতান করে উদাস।
প্রকৃতির হরেক রকম পরিবর্তনে
কোলাহল উপেক্ষা করে চেয়ে থাকি একদৃষ্টে
ঠিক যেনো এর বিপরীতে তোমার অবস্থান
বিবর্তনের এই পৃথিবীতে তোমার স্বরূপ রয়ে যাবে চির অম্লান।
সংক্ষিপ্ত পরিচিতিঃ শোয়াইব মাহমুদ শাফি। টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষে অধ্যায়নরত।বইপোকা। লেখালেখির করি টুকটাক। কবিতা লিখতে প্রচুর আগ্রহ কাজ করে তাই কাঁচা হাতের এই সামান্য প্রয়াস।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.