রাত পোহালে দিনের আলো
সূর্য ডুবলে আঁধার,
এমনই জীবন ক্ষণস্থায়ী
কেউ থাকবেনা চিরকাল।
এটা আমার, ওটাও আমার বলে করে যাচ্ছো নিজের নামে সব বহাল,
জোর করে হলেও খাটাচ্ছো অন্যের সম্পদের ওপর অধিকার।
কেন যাচ্ছো ভুলে বারবার,
কাপন বিনে আর তো কিছুই সাথে যাবেনা তোমার।
বাইরের রং যেমন তেমন
ভেতরে সবার সমান রাঙা,একই মাটির গড়া
সব জেনেও কেন রোজ রূপগরিমার কেটে যাচ্ছেো ছড়া?
আমি হতবাক,আমি স্তম্ভিত,
কেমনে রেখেছো তোমাদের বিবেক এতো গহীনে গুচ্ছিত!!
স্বজ্ঞানে জাগিয়ে তুলো ওই গুচ্ছিত বিবেক,
বুঝতে শেখো আমরা মনুষ্যত্ব জাতি, মানুষে মানুষে নেইকো কোনো ভেদাভেদ।
আরো পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.