বিষাদের কাব্যকথা ০১
আহমাদুল্লাহ আশরাফ
মেঘলা আকাশটা দূরে হয়েও—
আমার আপন হয়ে থাকতে চায়
উদাসীনতায় কাঁটানো জীবনের কথাগুলো—
নিবিড় রজনীতে বালিশের পাশে বসে শুনিয়ে যায়।
দ্বিপ্রহরে আলোর প্রখরতার কথা—
মেঘেরা এলেই আকাশের বিষন্নতা
বৃষ্টি মারফত বর্ষিত হয় সরোজমিনে
এ বেদনার কথা আকাশ ছাড়া বুঝে ক'জনে।
সুখের বাঁশিগুলো মেঘ দেখে স্তব্ধ হয়ে যায়
থেমে যায় প্রাণীকুলের যতো কোলাহল
জীবনটা তখন ইচ্ছেগুলোকে বৃষ্টিতে ভাসায়
আর ভিতরে জ্বালিয়ে যায় বেদনার অনল।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.