বীর সন্তান
রতন চন্দ্র রায়
শত বাঙ্গালী, শত আঘাতে
দমিবে না মোর প্রাণ।
জাগো হে বীর সন্তান।
আকাশে বাতাসে বীরত্বের ধ্বনি,
ছড়িয়ে আছে বিশ্ব জুড়ে।
বীরের দেশে বীর হয়েও তুমি
রয়েছো কেন ঘুমের বেসে।
চতুরদিকে তাকিয়ে দেখ
অন্যায়, অত্যাচার, পিশাচে
জন্মভুমি গেছে ভরে।
তবে কি তুমি থাকবে,
বাকরুদ্ধ হয়ে ঘুমের বেসে।
ভাইয়ের বীরত্ব তুমি যাবে ভুলে।
যে বীরত্বে মাঝে পেয়েছো তুমি
দেশ, জাতি, ভাষা সেই বীরত্ব,
হ্নদয়ে ধারণ করো হও তুমি তীব্র।
তোমার বীরত্বে সমগ্র জগৎ
করো তুমি আলোকিত।
অন্যায়, অত্যাচার, পিশাচ
করো অবরুদ্ধ তোমার বীরত্বে,
সমগ্র জগৎ থাকবে আলোকিত।
তুমি হে বীর হও জাগ্রত।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.