বৈরী জীবন
নুসরাহ বিনতে আলতাফ
মাঝে মধ্যে জীবনের হিসেব মিলাতে পারিনা!
সিজদায় ফুঁপিয়ে কান্নার দল রবের কাছে কি যেন আকুতি জানায়।
আঘাত গুলো কেমন হুটহাট বেপরোয়া হয়ে ওঠে!
ইচ্ছে শক্তিরা একসাথে বিদ্রোহ করে বলে ওঠে "এমন তো হবার কথা ছিলো না"
আমি কেমন বিহ্বল হয়ে পড়ি!
আশাশুন্য আঁখি তটে লোনা অশ্রু কেমন চিকচিক করে ওঠে!
পৃথিবীটাকে ভীষণ কঠিন লাগে তখন!
জীবনের হিসাব মিলে না বলেই আমরা জীবন নিয়ে আশান্বিত বরাবরই!
যখন আর ধৈর্য রাখা সম্ভব হয়ে ওঠে না!
দুটো হাত পেতে দেই রবের আজিম শানে!
ডুকরে কেঁদে বলে উঠি
"তুমি তো সবই জানো! সবরকারীদের মিছিল থেকে আমাকে মাহরুম করো না!
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.