বৈশাখে বাঙালি
সুজনা খাতুন
বছর শেষে এলো ঘুরে
পহেলা বৈশাখ,
দিনের পর দিন যাচ্ছে চলে
মাস,বছর ও দিন।
তীব্র রোগের প্রখরতায়
খনখনিয়ে যাচ্ছি সেথায়,
বৈশাখ যে ডাকছে হেসে
মেলায় সবাই চলছি ঘেঁষে।
বাঙালি খায় পান্তা ইলিশ
শাড়ি পরে আর লাগায় পালিশ,
পাঞ্জাবি আর লুঙ্গি পরে
বৃদ্ধ-জোয়ান মেলায় ঘুরে।
বৈশাখ যে নতুন সাজে
তবলা আর ঢোল বাজে,
শিশু-কিশোর যাচ্ছে মেলায়।
ফুল পাখিরা মেতেছে খেলায়।
ব্যবসায়ীদের হিসাব শেষ
হালখাতা করে নেয় রেস!
নতুন খাতা করে শুরু
মেঘ ডাকে ওই গুরুগুরু।
কালবৈশাখী আছড়ে পড়ে
আম কাঠালের মুকুল ঝরে,
ডোবাই ডোবাই ব্যাঙ ডাকে
ভর দুপুরে কুকুর হাঁকে।
রং-বেরঙের পুতুল নাচে
পাখি ডাকে গাছে গাছে,
বাঙালি আজ নতুন সাজে
মন মাঝারে তবলা বাজে।
বাংলা সনের প্রথম দিন
দিনটি হোক রঙে রঙিন,
পুরনো স্মৃতি না করুক স্পর্শ
সবাইকে জানাই শুভ নববর্ষ।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.