ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করছেন স্বপ্নবাজ তরুণ সাখাওয়াত হোসেন আদনান
শাহাদাত করিম
সাখাওয়াত হোসেন আদনান ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট হিসেবে কুমিল্লা আইএইচটি এন্ড মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং ইন্সটিটিউটে পড়াশোনা করছেন। ছোট কাল থেকে তার স্বপ্ন মানুষের জন্য কাজ করার। ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে দেশ বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন। ২০১৫ সালে গড়ে তুলেছেন সামাজিক সংগঠন "ফুটন্ত কিশোর ক্লাব"। নারী নির্যাতন-যৌতুক প্রথা-বাল্য বিবাহ বন্ধের জন্য কর্মশালা, কিশোরীদের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি ন্যাপকিন প্যাড বিতরণ ও সচেতনতা মূলক কর্মশালা, এতিম শিশু শিক্ষার্থীদের জন্য শিশুভোজ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ সহ নানা ধরণের ব্যতিক্রমী কাজ করছেন। করোনা সক্রমণের শুরু থেকে লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রদান করেছেন মাক্স, সাবান, স্যানিটাইজার সহ নানা সুরক্ষা সামগ্রী। বর্তমান লগডাউন চলাকালীন সময়ে ভারসাম্যহীন ভবঘুরে মানুষের জন্য প্রতিদিন রান্না করা খাবার নিয়েও বের হচ্ছেন এই সামাজিক সংগঠক।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.