

ব্যবহারে পরিচয়
শারমিন আক্তার
ব্যবহারে হয়ে থাকে বংশের পরিচয় ,
এ কথাটা জ্ঞানী,গুনী,গুরু জনে কয়।
লেবাসে নয় ব্যবহারে আসল পরিচয়,
মুখের ভাষায় ফুটে উঠে অন্তরের আবয়।
বড় মুখে,বড় ধাঁচে, রাখতে কূলের মান।
করতে হবে সব সময়ে সবাইকে সম্মান।
জন্ম তোমার যেথায় যে হোক, কর্ম হলে ভালো;
কেটে যাবে সব হতাশা ,আঁধার নিকষ কালো।
জীবন হলো শিক্ষা মেলা,প্রকৃতি তার মাঝে-
সব ধরনের জ্ঞান বিলাতে সদা প্রস্তুত থাকে।
গাছটা যত বড় হয় ফল ধরে তার তত,
আপন গুনে বিনয় ভরে হয় সে অবনত।
মনে রেখো তুমিই হলে তোমার পরিচয়,
সবার হৃদয় জয় করাটা,তেমন কঠিন নয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.