ব্যাস্ত সবাই
আয়েশা সিদ্দিকা
ব্যাস্ত সবাই যে যার মতো,
হয়তো আমিও একদিন হয়ে যাব।
থাকবে না তখন আজকের এই জীবন,
বুজবে সব প্রিয় মানুষ জন।
নিশ্বাস নিলে বিশ্বাস আসে
তবুও কেমন জানি একটু ভয় লাগে।
হারিয়ে যাব না তো আমি,
ব্যাস্ত এই পৃথিবীতে।
বিসর্জন দিতে হবে না তো,
ব্যাস্ত হয়ে নিজের সারা জীবনটাকে।
আসলেই কী সত্যি হারিয়ে যাব,
ব্যাস্ত এই পৃথিবীতে,
ব্যাস্ততাকে জীবন সঙ্গী করে নিয়ে।
আমি তো চাই না কখনো,
তোমার কাছে ব্যাস্ত হয়ে তাকতে,
চাই না ব্যাস্ত হয়ে সময় কাটাতে
তবুও কি একদিন হারিয়ে যাব,
ব্যাস্ত এই পৃথিবীতে।
কবি পরিচিতিঃ- লেখিকা আয়েশা সিদ্দিকা। ২৯ এপ্রিল ২০০১ সালে চট্টগ্রাম জেলা,বোয়ালখালী উপজেলার, পশ্চিম শাকপুরা গ্রামে জন্মগ্রহণ করেন। বড়ো হওয়া নানুর বাড়িতে পটিয়া উপজেলা, নলান্ধা গ্রামে পিতাঃ আবদুল হালিম এবং মাতাঃ জান্নাতুল ফেরদৌস৷তিনি পেশায় একজন ছাত্রী। ইন্টারমিডিয়েট পাস করেন হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজ থেকে ২০২০ সালে। বর্তমানে তিনি খলিল মীর কলেজে বি এস এস (ডিগ্রি) অধ্যায়নরত৷ তিনি সাহিত্য কে ভালোবাসেন এবং লেখালেখি করেন৷ ভবিষ্যতে তিনি সাহিত্য কে তার জীবনে ধারণ করতে চান৷ লেখিকা সকলেই কাছে দোয়া প্রাথী
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.