ভাই-বোন
খাদিজা ইয়াসমিন আঁখি
ভাই আর বোন
কত আদরের এ বাঁধন।
কাছে থাকলে মারামারি,
দূরে গেলে কান্নাকাটি।
টিভি দেখলে শুরু হয়,
রিমোট নিয়ে কাড়াকাড়ি,
খেতে গেলে শুরু হয়,
তরকারি নিয়ে রাগারাগি।
ভাই সবসময় বলে বোনকে,
তুই কবে যাবি পরের ঘরে।
সত্যিই বোন যেদিন চলে যায়,
সবথেকে কষ্ট ভাই এ পায়।
বোনের বিয়ের দায়িত্ব থাকে,
সব ভাইয়ের কাঁধে।
হাসি মুখের ভিতরে ,
অশ্রু থাকে চোখের কোনে।
ভাইয়ের কাছে সব থেকে ,
মুল্যবান বোনের মুখের হাসি।
বোনের সম্মান বাঁচাতে ,
ভাই জীবন দিতে ও রাজি।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.