ভাতের সৌন্দর্য
দীন মুহাম্মদ
কবি,আপনার প্যাটে ভাত আছে
আপনি চান নিয়া কবিতা ল্যাহেন
জোছনা নিয়া কবিতা ল্যাহেন।
আমাগে ভাঙ্গা চালের ফাঁক দিয়া চান দ্যাহা যায়
ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়া জোছনা দ্যাহা যায়
বিশ্বাস করেন কবি,চাঁন্দের চে ভাতের থাল সুন্দর
জোছনার চে ভাতের সৌন্দর্য অনেক বেশি।
আমাগে প্যাটে ভাত নাই,ক্ষিদার বড় কষ্ট
চান খাওয়া যায় না, জোছনা খাওয়া যায় না
পারলি ভাত নিয়া এটটা কবিতা ল্যাহেন
পারলি আমাগে জন্যি কয়ডা ভাতের ব্যবস্থা করেন।
কবি, আপনার প্যাটে ভাত আছে
আপনি ফুল নিয়া কবিতা ল্যাহেন
ফুলের ঘ্রাণ নিয়া কবিতা ল্যাহেন।
জীবনে অনেক ফুলের ঘ্রাণ তো শুঁকলাম
বিশ্বাস করেন,ফুলের ঘ্রাণের চে ভাতের ঘ্রাণ সুন্দর
গরম ভাতের ঘ্রাণের কাছে ফুলের ঘ্রাণ ফেল মারে।
আমাগে প্যাটে ভাত নাই,বড় ক্ষিদা
ফুল খাওয়া যায় না, ঘ্রাণে ক্ষিদা মেটে না
পারলি ভাত নিয়া এটটা কবিতা ল্যাহেন
পারলি আমাগে জন্যি কয়ডা ভাতের ব্যবস্থা করেন।
কবি,আপনি প্রাকৃতিক সৌন্দর্য নিয়া কবিতা ল্যাহেন
আমার বৌ-ছাওয়াল-মাইয়ার উদলা শরীর
আপনার প্রকৃতির সাথে বড়ই বেমানান।
সত্যি কচ্ছি,ওরা যহন নতুন জামাকাপড় গায় দেয়
প্রকৃতির সব সৌন্দর্য তহন ফেল মাইরা যায়।
পারলি গরীবের পোশাক নিয়া এটটা কবিতা ল্যাহেন
পারলি আমাগে জন্যি কয়ডা পোশাকের ব্যবস্থা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.