ভালোবাসা
কলমে তাহমিনা আক্তার
যখন আমার আকাশে খুব করে কালো মেঘ জমে
তখন আমি ভাবি এই বুঝি তুমি এসে একটা গোলাপ কানের কাছে গুঁজে দিয়ে বলবে ভালোবাসি।
যখন মধ্যে রাতে তোমার কথা মনে পড়ে আঁতকে উঠি
তখন ভাবি এই বুঝি তুমি কল দিয়ে বলবে ভালোবাসি।
যখন প্রচন্ড মন খারাপ হয় তখন ভাবি এই বুঝি তুমি আমায় সঙ্গ দিবে আর বলবে ভালোবাসি
যেদিন তুমি আমার হাত ধরে বলেছিলে আমি সুন্দর
সেদিন আমি ভেবেছি হয়তো বলবে ভালোবাসি।
জীবন আজ খরস্রোতা নদী তবুও এই জীবনের হিসাব রাখে কে..?
কবি পরিচিতিঃ তাহমিনা আক্তার ( লিজা)। মাতার মোছাঃ ছকিনা এবং পিতার মোঃ রিপন।তিনি জন্ম গ্রহণ করেন ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি ফেনী ( নোয়াখালী)। তিনি পড়াশোনা পাশাপাশি অবসরে লেখালেখি করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.