ভুল বেলা
কলমে ফাহিয়া হক ইন্নি
প্রথম প্রেমে ব্যর্থ হবার পর
হৃদয়ে যে বর্ষণ শুরু হয়েছিলো
তা যেন থামবার নয় ,
অনুভূতিটা যেন বসুধায় এসেছে আঁধিয়ার
জনশূন্য হয়ে পড়েছিলো আমার ছায়ালোক ।
চারিদিক ধুঁ ধুঁ করছিলো চৈত্রমাসের তীব্র খরায়,
মনের মধ্যে উত্থিত হচ্ছিলো অর্ণবের হিল্লোল।
নিঃসঙ্গতা বয়ে নিয়ে আসছিলো বিনাশ,
ছলনাময়ী হাতটি ধরেও মাঝপথে দিলো ছেড়ে,
নিজের অজান্তেই হৃদয়টাকে নিয়ে গেলো কেড়ে।
গিয়েছে শোকের চিহ্ন রেখে
ভাবলে এখনো বুকটা উঠে কেঁপে
মন বিষিয়ে উঠে ক্ষোভে,
ঠিক এক দশক পর,
মেঘমুক্ত সুন্দর গগণ
আবারও বসন্তের আগমনে মুখরিত হলো আমার হৃদয় কানন।
ফুটিতে শুরু করিল সকল কুসুম কলি,
এক এক করে গোলাপ ,শিউলি, বেলী।
আরো পড়ুনঃ মাকে নিয়ে লেখা ১০ টি বাছাই করা কবিতা |
কবি পরিচিতিঃ কবি ফাহিয়া হক ইন্নি, ২০০৬ সালের ১৫ই অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর মাতা রাবেয়া খাতুন এবং পিতা মো.তুহিন। তিনি হাজী শরিয়ত উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন এবং বর্তমানে তিনি আজিমপুর গভমেন্ট গার্লস্ স্কুল এ্যন্ড কলেজে পড়াশোনা করছেন। তিনি পড়াশোনা পাশাপাশি অবসর সময়ে কবিতা পড়তে ও লেখতে পছন্দ করেন। তাছাড়া, রোমান্টিক কবি হিসেবেই পরিচিত।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.