ভূগর্ভে নির্মিত গুপ্ত ঘর
বাবুল মিয়া
তোমার কি জানা নেই সখা?
উহা মৃত্যুর ঘর,
এখানে বলি হচ্ছে অজস্র নর!
কতো বলিয়ান,তরুণ তেজস্বী পালোয়ান
এস্থানে এসে লুঠিয়েছে মাথা,
অহংকারীর দম্ভ নাশ
নেই দেবীর মায়া মমতা!
সর্বদা ক্ষিপ্ত সে,রূধির চুষায় লিপ্ত,
যজ্ঞানলে নর বলিতে নিবিষ্ট তার চিত্ত!
সখা! তুমি কি জ্ঞাত নও?
উহা পাতালপুরি,
দেবী পাতালির বসতবাড়ি!
নিদ্রাহীন তার সৈনিকগণ! আদেশে পাহারায় রত,
বজ্র হস্তে বিদ্যুৎবেগে শত্রুকে করে ক্ষত।
সখা! সাবধান! হইও না অগ্রসর,
মৃতরা এখানে নিত্য করে বাসর!
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.