ভোরের আলো
মারুফা ইসলাম সূর্মী
আলো মানে আঁধারের বুকে
নতুন এক দিগন্ত,
আলো মানেই অন্ধকার কাটিয়ে
প্রজ্বলিত হয় নতুন সূর্য।
আঁধারের বুকে আলোর মেলায়,
প্রকৃতির চাকচিক্যময়তায় ,
দৃষ্টি মোর হারায় যেন
দূর আকাশের অজানায়।
একটি নতুন দিনের আগমন।
ঐ যে দেখ চোখ মেলে আজ পূর্ব দিগন্তে,
কুসুম রাঙা সূর্য যেন উঠছে হেলে দুলে।
অবাধ সেই আলোরাশি যখন পরে
শিশির ভেজা ঘাসে ,
নানান রঙের মুক্ত যেন ঝলমলিয়ে ওঠে।
সেই আলোটি যখনি পরে ফসলি মাঠে ভাই,
সোনালী ফসল পানে তখন মুগ্ধ হয়ে চাই।
হাজারো পাখির সুমধুর সুরে মন ভরে যায়,
ভোরের হাওয়া হাজার শেফা
কয় জনই বা পায়!
ভোরের আলো মোর হৃদয়ে দোলা দিয়ে যায়,
কতই না অপরুপ রুপে আল্লাহ পৃথিবীটাকে সাজায়।।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.