

মানবতা
~ নাইট কুইন
রাজপথে আজ মিছিল হচ্ছে
হাজার হাজার মানুষ মরছে,
পুলিশ কেন গুলি করছে?
রক্তে যেন আগুন ঝরছে!
স্বৈরাচারীর ক্ষমতায়
মানবতা আজ কোথায়?
এই কথাটি বলতে চাই
জয় হবে আমাদেরই।
আমাদের কথা একটাই
স্বৈরাচারের পতন চাই,
হাতে হাত রেখে সবাই
সামনের পথে এগিয়ে যাই।
শোষণকারী ফেরিওয়ালা
তোমাদের পড়াই জুতার মালা,
মানবতার দাবিতে
মারছো মানুষ রাজপথে।
স্বৈরাচার সরকার
অন্যায় করছে বারবার,
বাক স্বাধীনতা নিয়েছে কেড়ে
ন্যায্য কথায় ফেলছ মেরে।
মেট্রোরেল আজ অনেক দামি
জীবনের মূল্য নাই জানি,
পায়ের নিচে রাখছো তুমি
মানবতার এই কথাখানি।
কারাগারে বন্দি করে
মুখের ভাষা নিয়েছ কেড়ে,
করছো বলি ন্যায্য কথায়
এ কেমন মানবতা!
কবি পরিচিতিঃ নাম: সুজনা খাতুন পিতা: আব্দুল শহিদ মাতা: সাবিনা বেগম। কবি রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি'র আন্ডারে আনোয়ারা নার্সিং কলেজ দিনাজপুর থেকে বিএসসি ইন নার্সিং কমপ্লিট করেছেন। বর্তমানে সিনিয়র স্টাফ নার্স পদে কর্মরত রয়েছেন। কবির প্রকাশিত যৌথ বই সমূহ-বিশ্ব বাংলায় শ্রেষ্ঠ কাব্য, অজানা প্রান্তর, ভালোবাসি তোমায় মা ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.